Opu Hasnat

আজ ২৪ মার্চ রবিবার ২০১৯,

চুয়াডাঙ্গায় আতশবাঁজি প্রদর্শনী চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আতশবাঁজি প্রদর্শনী

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে মনোমুগ্ধকর আতশবাঁজি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, জেলা পরিষদ সচিব নুরজাহান খানম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। 

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহা. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ,জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আতশবাঁজি প্রদর্শনের আগে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কয়েকটি ডকুমেন্টারি ও বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। চুয়াডাঙ্গায় ছয় শতাধিক আতশবাঁজি ফাঁটিয়ে এ উৎসব সম্পন্ন হয়।