Opu Hasnat

আজ ১৬ নভেম্বর শুক্রবার ২০১৮,

দুর্গাপুরে একযোগে ১১৩ শিশুর জন্মদিন পালন নেত্রকোনা

দুর্গাপুরে একযোগে ১১৩ শিশুর জন্মদিন পালন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে মানব কল্যানকামী অনাথালয়ে নানা আয়োজনের মাধ্যমে একযোগে ১১৩ জন শিশুর জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে অনাথালয়ের পরিচালক নিত্যানন্দ গোস্বামীর ৬৮তম জন্মদিন উপলক্ষে ১১২জন শিশুর সাথে প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে এ জন্মদিন পালন করা হয়। কবি শফিউল আলম স্বপন এর সঞ্চালনায় কেক কাটার পুর্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি সাজ্জাদ খান, আবুল কালাম আজাদ, দুনিয়া মামুন, জীবন নন্দী, আবুল বাশার প্রমুখ। কবিদের স্বরচিত কবিতাপাঠ, লালনগীতি, লোকনৃত্য সহ বৃহত্তর ময়মনসিংহের স্বনামধন্য বাউলগন পালা গান পরিবেশন করেন।

অনাথালয়ের পরিচালক নিত্যানন্দ গোস্বামী নয়ন বলেন, আজ আমি নিজেও শিশু, এখানে নানা ধর্ম ও বর্নের প্রায় ১১৫জন অনাথ শিশু রয়েছে। যাদের ভরণ পোষন ও পড়াশুনা এখান থেকেই সম্পন্ন করে। প্রতি বছর এই দিনে সাধ্যমত সকল অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে পালন করি তাঁদের জন্ম দিন। অনাথ শিশুদের সহায়তা ও অনাথালয় পরিদর্শনের জন্য দেশের ধর্ন্যাঢ্য ব্যক্তিদের আহবান জানাই।