Opu Hasnat

আজ ২৬ মার্চ মঙ্গলবার ২০১৯,

একশত বছর পরে হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখা হবে : আ স ম রব ফরিদপুর

একশত বছর পরে হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখা হবে : আ স ম রব

স্বাধীন বাংলার পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন হলেও আজো মুক্তি মেলেনী এ দেশের মানুুষের। তিনি বলেন, একশ বছর পরে হলেও স্বাধীনতার সঠিক ইতিহাস ঠিকই লেখা হবে, আর আগামী প্রজন্মই সে দ্বায়িত্ব নেবে। এসময় তিনি অবিলম্বে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মান ও পরিবারগুলোকে শহীদ পরিবারের মর্যাদা দানের দাবী জানান সরকারের প্রতি।  

বৃধবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গণহত্যা দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

হাসামদিয়াস্থ শাহ জাফর টেকনিক্যাল কলেজের সম্মেলন কক্ষে বিশ্ষ্টি আইনজীবি শাহ খুররম রাহুল কুমারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা মুজিব বাহিনীর কমান্ডার, মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা নওয়াব উদ্দিন আহমেদ টোকন প্রমূখ। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ এপ্রিল পাক সেনাদের একটি দল ভোরে হাসামদিয়া এলাকায় প্রবেশ করে ৩৩জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। এসময় ময়েনদিয়া বাজারসহ ৫/৬টি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।