Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০১৯,

সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউ টিন বিতরন করলেন মিসবাহ এমপি সুনামগঞ্জ

সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউ টিন বিতরন করলেন মিসবাহ এমপি

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার শিলাবৃষ্টিতে  ক্ষতিগ্রস্ত বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল ও হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরন করা হয়েছে। 

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মঙ্গলবার দুপুর দেড়টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে এই ঢেউ টিন বিতরণ করেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।। 

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মানিক মিয়া, জেলা জেপার যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ প্রমুখ।

এ সময় ৭০টি ক্ষতিগ্রস্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা মন্দির স্কুল ও হতদরিদ্র পরিবার-কে এক বান্ডিল ঢেউ টিন ও নগদ তিন হাজার টাকা করে দেয়া হয়।