Opu Hasnat

আজ ২০ জুলাই শুক্রবার ২০১৮,

ফরিদপুরে কৃষকলীগের আঞ্চলিক কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুর

ফরিদপুরে কৃষকলীগের আঞ্চলিক কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক লীগের আঞ্চলিক কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি কাজী সিরাজুলইসলাম। 

মঙ্গলবার দুপুরে মধুখালী উপজেলা ডাকাবাংলার পার্শ্বে এ সমাবেশে জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া সভাপতিত্বে আঞ্চলিক কমিটির সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, বোয়ালমারী উপজেলার সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা প্রমুখ। 

সমাবেশ শেষে আঞ্চলিক কমিটির নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ডাকবাংলার সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা ও উপজেলার কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।