Opu Hasnat

আজ ১৯ আগস্ট রবিবার ২০১৮,

লোকনৃত্যে ফরিদপুরের সেঁজুতির স্বর্ণপদক লাভ ফরিদপুর

লোকনৃত্যে ফরিদপুরের সেঁজুতির  স্বর্ণপদক  লাভ

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ফরিদপুরের মেয়ে সেঁজুতি কর্মকার লোকনৃত্যে ক বিভাগে সারা দেশে মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ।  ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (১৫.০৫.১৮) বেলা ৩ টায় রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের হাত থেকে সে গোল্ড মেডেল স্বর্ণ পদক গ্রহন করেন। এই প্রতিযোগীতার পূর্বে সে একই ক্যাটাগরীতে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। 

এ সংবাদে তার পরিবার ফরিদপুরের মুন্সিবাজারের জগদিশ কর্মকার বাড়ি, নিজ স্কুল রেনবো কিন্ডার গার্টেন, ফরিদপুরের সংস্কৃতি কর্মীদের অনেকে উচ্ছাস প্রকাশ করেছেন। বাবা গৌরাঙ্গ কর্মকার ও মা সুমা কর্মকার এ কৃতিত্বের জন্য সেঁজুতির নাচের শিক্ষক পিকুল সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেঁজুতি তার অনুপ্রেরণা দানকারী হিসাবে ঠাম্মা অর্চনা কর্মকার ও দিদা ডলি কর্মকারের নাম বলে এমন সাফল্যে শিশুদের সাথে পরিবারের সহযোগীতার অগ্রগণ্যতার কথা বলে। সেঁজুতির পরিবার ও সহপাঠীরা আজ তার স্বর্ণ পদক অর্জনে  আনন্দ উল্লাস  উদযাপন করছে।