Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

সাতকানিয়ায় মানিক ডাক্তারের পরলোকগমন চট্টগ্রাম

সাতকানিয়ায় মানিক ডাক্তারের পরলোকগমন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মধ্যম নলুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক হৃদয় রঞ্জন দাশ প্রকাশ মানিক ডাক্তার (৯০) পরলোকগমন করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিন রাত ১১টায়  গ্রামের বাড়ির পারিবারিক শশ্মানে প্রয়াতের সৎকার  সম্পন্ন করা হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য অশোক কুমার দাশের পিতা মানিক ডাক্তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মানিক ডাক্তার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকে লাইফ সাপোর্টে ছিলেন। 

শোক : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য অশোক কুমার দাশের পিতা হৃদয় রঞ্জন দাশ প্রকাশ মানিক ডাক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি সমীর কান্তি সিকদার ও সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্যসহ সকল কর্মকর্তা- সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।