Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

গোয়ালন্দে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন রাজবাড়ী

গোয়ালন্দে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ১০ জন যৌনকর্মীকে এক বছরের সেলাই প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।

গোয়ালন্দ বাজার আড়ত পট্টি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরজাহান বেগম। এতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ আব্দুল্লাহ সাদীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম সিদ্দিকী প্রমুখ।