Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

ঝালকাঠিতে রমজানকে স্বাগত জানিয়ে আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা ও শোভাযাত্রা ঝালকাঠি

ঝালকাঠিতে রমজানকে স্বাগত জানিয়ে আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা ও শোভাযাত্রা

ঝালকাঠিতে আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে আদর্শ সমাজ বাস্তবায় পরিষদ। সোমবার বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। জেলা আদর্শ সমাজ বাস্তবায় পরিষদ’র সভাপতি ও জেলা পরিষদ  চেয়ারম্যান সরদার মোঃ শাহআলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মনোয়ার হোসেন খান, প্যানেল মেয়র মাহবুবুজ্জমান স্বপন, নজরুল ইসলাম তালুকদার, আল আমিন বাকলাই প্রমুখ।