Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

সুনামগঞ্জে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুনামগঞ্জ

সুনামগঞ্জে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতির অন্তরালে বইয়ের মোড়ক উম্মোচন ও আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

সোমবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আসকের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক একে মিলন আহমেদর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। 

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সৈয়দ মোনাওয়ার আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস প্রমুখ। এ সময় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, জেলার গুণীজনদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আসক ফাউন্ডেশনের উপদেষ্টা অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন (বাসকের) জেলা সভাপতি মোঃ ফজলুল হক, সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সুরমা ইউনিয়নের ছেয়ারম্যান মোঃ আব্দুল ছত্তার প্রমুখ। 

এ সময় প্রধান অতিথি আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখাকে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা করেন। সাহসিক সাংবাদিতায় এসএ টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশককে শ্রেষ্ট সাংবাদিকতার পুরস্কার দেয় হয়।

এই বিভাগের অন্যান্য খবর