Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

সুনামগঞ্জে গ্রাম আদালত সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা সুনামগঞ্জ

সুনামগঞ্জে গ্রাম আদালত সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

গ্রাম আদালত সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-২য় পর্যায় প্রকল্পের আয়োজনে ও ইউএনডিপির সহযোগিতায় শহরের সার্কিট হাউসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের  সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, পুলিশের সিনিয়র এ এস পি মোঃ মাহবুবুর রহমান, ইউএনডিপির ঢাকা কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিষ্ট অর্পণা ঘোষ প্রমুখ। 

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক যুগান্তরের দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দৈনিক ভোরের কাগজের তাহিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক যুগান্তরের জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ। 

এই বিভাগের অন্যান্য খবর