Opu Hasnat

আজ ১৯ অক্টোবর শুক্রবার ২০১৮,

নড়াইলে বজ্রপাতে ২ জন আহত নড়াইল

নড়াইলে বজ্রপাতে ২ জন আহত

নড়াইলে বজ্রপাতের পৃথক দু’টি ঘটনায় দু’জন আহত হয়েছেন। রোববার বিকেলে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজিত মোল্যার ছেলে আরজ (৫৫) বজ্রপাতে মারাত্মক আহত হন। ঘটনার সময় তিনি ধান ক্ষেতে কাজ করছিলেন। তার সারা শরীর ঝলসে গেছে। খুবই আশংকাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। 

অপরদিকে এদিন বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে শাহারিয়াত (১৫) বজ্রপাতে আহত হয়। বজ্রপাতের সময় সে ঘরে থাকলেও ঘরের পাশে বজ্রপাতে তার শরীরের কিছু অংশ ঝলসে ফুসকা পড়ে। তার সাথে ঘরে থাকা তার মা-বাবা সহ অন্যরা সুস্থ আছেন।