Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চতুর্থ স্প্যান স্থাপন মুন্সিগঞ্জ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চতুর্থ স্প্যান স্থাপন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চতুর্থ স্প্যান স্থাপন করা হয়েছে। রোববার সকালে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান বসানো হয়। এর মাধ্যমে সেতুর অবকাঠামোর ৬০০ মিটার দৃশ্যমান হলো। 

প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আবহাওয়া ভাল থাকায়  সকাল সাড়ে ১০ টায় স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। 

শনিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের স্টক ইয়ার্ড থেকে রওনা হয়ে সন্ধ্যার আগেই জাজিরা প্রান্তে খুটির কাছে নোঙর করে স্প্যানবাহী ভাসমান ক্রেনটি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান স্থাপনের মাধ্যমেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতীয় পদ্মা সেতু শতভাগ দৃশ্যমান হয়ে উঠবে। 

এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ২টি খুঁটি থাকবে ডাঙায়। এ দু’টি খুঁটি মূল অবকাঠামো যুক্ত হবে এপ্রোচ সড়কে।