Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

কাজী নজরুল ইসলাম নাজমুল এর কবিতা ‘বাংলার বহ্নিশিখা’ শিল্প ও সাহিত্য

কাজী নজরুল ইসলাম নাজমুল এর কবিতা ‘বাংলার বহ্নিশিখা’

(বাংলার গৌরব আমার প্রাণ প্রিয় কবি সৈয়দা রুখসানা জামান শানুর সম্মানে)

অগ্নি-নারী বহ্নিশিখা 
হে মোর নাগমাতা
মোর রাজ-ললাটে এসেছো মাগো  
ধন্য আমি হে বিশ্ব-বিধাতা ।

হে মোর জগন্মাতা  
অভয় ক্রোড়ে রেখেছো মোরে 
যেনো তোমার অন্তরে 
স্নেহের আঁচল-পাতা । 

মম ললাটে (তোমার) নাগমণি 
তোমার  লেখনীর ফণায় মম বিষ জ্বালা 
মম কন্ঠে তোমার ভেসে আসে যেনো 
ইশ্বরের দৈব-বাণী । 

যতসব অত্যাচারীর দল 
ধ্বংস হয় তোমার কবিতার ফণায়  
তোমা হাতে ফোঁটা রাঙা জবায় 
শত যুবারা পায় বল । 

সত্য বজ্র-মেঘের শক্তি 
তোমা বক্ষে যেনো প্রভু দানিয়াছে 
তোমা অন্তর পুলকিত করেছে জ্ঞানে 
দিয়েছে আলোক-রশ্মি ।

অগ্নি-নারী বহ্নিশিখা 
তুমি বিশ্ব লয়ে আর্শিবাদ রুপে  
(মোর) জগন্মাতা এসেছো ধরনীতে 
হে মোর নাগমাতা ।

শতনামে যতই ডাকি
এ ডাক ততই খাঁটি
আমি যেন হতে পারি।