Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘রেখ স্মরণের আবরণে’ শিল্প ও সাহিত্য

সৈয়দা রূখসানা জামান শানু’র কবিতা ‘রেখ স্মরণের আবরণে’

জানি আলাপচারিতায় এতটা
সহজ নয় মনে রাখা 
প্রাত:কাজের ব্যস্ততা  
আর বেঁচে থাকার জন্য ছুটে চলা।

নিকট আত্মীয়'র সমস্যা সমাধানে
আবার কখনওবা বন্ধুর বিপদে
রোজকার এসব আয়োজনে
ক্লান্ত শরীর চায় ঘুমোতে ।

তবুও এতো বছরের সম্পর্কের
চাওয়াটাও বড় বেশি নয় যে
বাজারের তালিকার চাপে
পড়ে রইবে পেছনের সারিতে।

শত কাজের কত ব্যস্ততা 
আর হাজারো দায়বদ্ধতা 
এর মধ্যে থেকেও
কিছু সময়ের জন্যেও  
রেখ আমায় স্মরণের আবরণে 
এটুকু চাওয়া প্রাণ ত্যাগের পরে।

রচনার স্থান : শাইনি শিপিং সার্ভিসেস, খুলনা
০৬/০৬/২০১৭খ্রি: