Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

চুয়াডাঙ্গায় আড়াই বিঘা জমির পানের বরজ নষ্ট করেছে প্রতিপক্ষরা কৃষি সংবাদচুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আড়াই বিঘা জমির পানের বরজ নষ্ট করেছে প্রতিপক্ষরা

চুয়াডাঙ্গার সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের টোটন আলির আড়াই বিঘা জমির পানের বরজ বিষাক্ত কীটনাশক দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষরা। চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়ার গ্রামের চাঁনদামারি মাঠের পান বরজে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত পান চাষি টোটন আলি জানান, শনিবার সকালে দৌলতদিয়ার গ্রামের চাঁনদামারি মাঠের পান বরজে শ্রমিকরা কাজ করতে যান। এসময় পান বরজের পান গাছ গুলোর গুড়া পঁচে, পান ও লতা শুকুয়ি নষ্ট হয়ে গিয়েছে দেখে শ্রমিকরা পান চাষি টোটনকে খবর দেয়। তিনি পান বরজে এসে দেখেন আড়াই বিঘা জমির সব পান গাছ নষ্ট হয়ে গেছে। একই গ্রামের ইকলাস ও ইসলাম হোসেনর সাথে পূর্ব বিরোধ ছিল টোটনের। এরই জের ধরে দুই থেকে তিন দিন আগে রাতের বেলায় ইকলাস ও ইসলাম মিলে চাঁনদামারি মাঠের পান বরজে বিষাক্ত কীটনাশক (ঘাস মারা বিষ) দেয় বলে ধারনা করছে। কীটনাশক দেওয়ার পর পান গাছের গোড়া পঁচে নষ্ট হয়ে যায়। পাতা ও লতা শুকিয়ে যায়। এতে করে প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। এ বছর টোটন আলীর পান বরজ থেকে ৯ লাখ টাকা লাভ হয়েছে বলে তিনি জানান। 

এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত চাষি দুই জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।