Opu Hasnat

আজ ১৫ আগস্ট বুধবার ২০১৮,

চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু

চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে। শিশু মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে এ শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

এই মেলা উপলক্ষে সকাল ১০টায় চুুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিভিল সার্জন খায়রুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা তথ্য অফিসার আমিনুর রহমান প্রমুখ।

বক্তারা শিশুদের উদ্দেশ্য বলেন তোমাদের সুনাগরিক হতে হবে দেশের কল্যাণে জন্য। খারাপ কিছু থেকে দুরে থাকতে হবে। তোমাদের কর্ম ও মেধা দিয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশু মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ টি ষ্টল অংশ গ্রহণ করছে।

এই বিভাগের অন্যান্য খবর