Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কালকিনিতে রনি হত্যা মামলার প্রধান আসামীর মোটরসাইকেল জব্দ মাদারীপুর

কালকিনিতে রনি হত্যা মামলার প্রধান আসামীর মোটরসাইকেল জব্দ

মাদারীপুরের কালকিনিতে আলোচিত এসআইর ছেলে রনি হত্যা মামলার প্রধান আসামী আসলাম সরদারের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছেন থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফাসিয়াতলা বাজারের কাছ থেকে ওই মোটর সাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পঙ্গাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত এসআই মতিউর রহমানের ছেলে ফয়সাল মাহমুদ রনির মরদেহ এনায়েতনগর এলাকার বোর্ডস্কুলের পেছনের একটি বাশঁ বাগান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এনায়েতনগর এলাকার আসলাম সরদারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই শামীম হাওলাদার। এ মামলার পর কালকিনি থানার এসআই মোঃ জসিমউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রধান আসামী আসলাম সরদারের ব্যবহৃত মোটর সাইকেল জব্ধ করে থানায় নিয়ে আসেন। তবে ঘটনার পর থকেই প্রধান আসামী আসলাম সরদার পলাতক রয়েছেন।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই (মামলার তদন্ত কর্মকর্তা) মোঃ জসিমউদ্দিন বলেন, রনি হত্যা মামলার প্রধান আসামী আসলাম বর্তমানে পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। আসামীর মোটরসাইকেল আমরা জব্দ করেছি।