Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

জাপা নেতা ও সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই রাজনীতি

জাপা নেতা ও সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

কুড়িগ্রামে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম আর নেই। দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় আক্রান্ত থাকার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৫ বছর। মাঈদুল ইসলামের ছোট ভাই তানভীরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে মাঈদুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এক শোক বিবৃতি দিয়ে মরহুমের রুমের শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।