Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুষ্টিয়া

কুষ্টিয়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে সম্পত্তিতে গড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

বুধবার বেলা ১১টায় রেলওয়ের (পশ্চিমাঞ্চল) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: ইউনুস আলীর নেতৃত্বে অভিযান শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান এখনো চলছে। 

ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী জানান, হালসা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের নিজস্ব সম্পত্তির ওপর কিছু অসাধু ব্যক্তি কোন প্রকার অনুমতি ছাড়াই পাকা ভবন, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা তৈরী করেছে। বিষয়টি আমাদের নজরে আসলে বুধবার উচ্ছেদ অভিযান শুরু করি। উচ্ছেদ অভিযানে দু’টি বুলড্রোজার এবং অর্ধশত জনবল নিয়োগ করি। যেহেতু অনেক মজবুত স্থাপনা সেকারনে অভিযান দ্রুত সময়ে শেষ করা সম্ভব হবে বলে মনে হচ্ছেনা। তবে যতক্ষণ না অভিযান শেস হবে ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

ওই কর্মকর্তা জানান প্রায় দু’শ স্থাপনা রয়েছে। যার মধ্যে প্রায় সবই পাকা।