Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

এডওয়ার্ড কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী পালন পাবনা

এডওয়ার্ড কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী পালন

আর কে আকাশ, পাবনা : সরকারি এডওয়ার্ড কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কলেজের সাহিত্য সাংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির মজুমদার বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন মানুষের কবি। প্রেম ও শান্তির কবি। তার চিন্তা চেতনা মা মাটি মানুষের হৃদয় স্পর্শ করে। তার কবিতা আমাদের মানবতার প্রেম শেখায়। তাই নতুন প্রজন্মকে রবীন্দ্র চর্চায় উৎসাহিত করতে হবে। তাহলে আমাদের বাঙ্গালী সংস্কৃতির উন্নয়ন ঘটবে।

আলোচনাসভায় আরও বক্তব্য দেন, উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো: ইব্রাহীম, বাংলা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আহ্বায়ক মো. আমজাদ হোসেন। 

কলেজের সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা আলোচনা শেষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ও কবিতা পরিবেশন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. আশরাফ আলী।

এই বিভাগের অন্যান্য খবর