Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিনব্যাপী রবীন্দ্র উৎসবের উদ্বোধন কুষ্টিয়া

শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিনব্যাপী রবীন্দ্র উৎসবের উদ্বোধন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে তিনদিন ব্যাপি শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলা। 

মঙ্গলবার বিকেল ৫টায় সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে শিলাইদহ কুঠিবাড়ীর খোলা মঞ্চে তিনদিন ব্যাপি রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আব্দুর রউফ, জেলা প্রশাসক মো: জহির রায়হান ও রবীন্দ্র গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

তিনদিনব্যাপী রবীন্দ্র মেলা চলবে ২৭ বৈশাখ পর্যন্ত। এদিকে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি পরিনত হয়েছে রবীন্দ্র ভক্তদের মিলন মেলায়।