Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১১৫ বছর পর সরকারিকরণ নড়াইল

লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১১৫ বছর পর সরকারিকরণ

১৯০২ সালে স্থাপিত লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১১৫ বছর পর সরকারিকরণ করা হয়েছে। এ উপলক্ষে  নড়াইলের লোহাগড়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৮ মে) সকালে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্বে সবাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, মধুমতি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আশরাফ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীজন। সমাবশে শেষে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিদ্যালয় চত্তর থেকে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার বিদ্যালয়ে এসে মিলিত হয়।