Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

ব্রেকিং নিউজ

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শপথ নিয়েছেন। সোমবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে চতুর্থ বারের মত দেশটির প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন। প্রায় দুই দশক দেশটির শাসক থাকার পর চলতি বছর তিনি আরো ছয় বছরের জন্য নির্বাচিত হলেন। খবর এএফপি’র।

পুতিন বলেন, ‘রাশিয়ার জন্য সম্ভাব্য সবকিছু করাই আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য।’

তিনি ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকার পর গত মার্চে ৭৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।

পুতিন অনুষ্ঠানে তার সমর্থনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন।’