Opu Hasnat

আজ ২৪ মে বৃহস্পতিবার ২০১৮,

দামুড়হুদায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নারী ও শিশুচুয়াডাঙ্গা

দামুড়হুদায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামে খালের পানিতে ডুবে হাবিবুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হাবিবুর রহমান ঐ গ্রামের আঃ কাদেরের ছেলে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের পার্শবর্তী স্বরুপ খালে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।

প্রতিবেশিরা জানায়, সোমবার দুপুরে হাবিবুর রহমান বাড়ীর সকলের অজান্তে গ্রামের পার্শবর্তী স্বরুপ খাল নামক খালে গোসল করতে যায়। সাতার নাজানায় অসাবধানতা বসত পানিতে ডুবে যায়। পরে গ্রামের ছেলেরা ঐ খালে গোসল করতে গেলে তাদের পায়ে লাশ বেঁধে ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ বাড়ীতে নিয়ে যায়। আঃ কাদেরের দুই ছেলের মধ্যে হাবিবর ছিলো ছোট।