Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ নারী ও শিশুবাগেরহাট

মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের ১২৩ নং মডেল সরকারীর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী পুষ্পিতা দাস (৭) সোমবার দুপুরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ পুষ্পিতা খুলনার ইকবাল নগরের বাসিন্দা ও ব্যবসায়ী স্বপন দাসের কন্যা। 

জানা গেছে, পুষ্পিতা দাস পৌর সদরের সেরেস্তাদার বাড়ি এলাকায় তার ফুফা (পিসা) অসিত কুমারের বাড়িতে থেকে লেখাপড়া করত। পুষ্পিতার ফুফা (পিসা) অসিত কুমার জানান, বেলা ১২টায় স্কুল ছুটির পর থেকেই তার শ্যালকের মেয়ে পুষ্পিতা বাসায় ফিরে আসেনি। পুষ্পিতার সহপাঠিদের বাসা সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও সন্ধান মেলেনি।

তিনি জানান, পুষ্পিতা গত দেড় বছর ধরে তার বাড়িতে থেকেই পড়া-লেখা করছে। স্কুল থেকে বাসা খুবই নিকটবর্তী হওয়ায় ও একাই স্কুলে যাওয়া আসা করতো। প্রতিদিনের মতো আজও সকালে স্কুলে এসে যথারীতি ক্লাশ করেছে সে। কিন্তু স্কুল ছুটির পর আর বাসায় ফিরে আসেনি। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।