Opu Hasnat

আজ ১৬ আগস্ট বৃহস্পতিবার ২০১৮,

বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ আন্তর্জাতিক

বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

ভারতে উল্টে যাওয়ায় বাসে আগুন লেগে ২৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি মুজফফরপুর থেকে যাচ্ছিল দিল্লিতে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিহারের মোতিহারি জেলার বেলওয়া গ্রামে, ‘এনএইচ-২৮’ জাতীয় সড়কে।

কোটওয়া থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিজয় সিংহ বলেছেন, ‘‘পুড়ে যাওয়া বাসটি থেকে ৪ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।’’

প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে, বাসটি খুব জোরে চলছিল। সামনে পড়ে যায় একটি মোটরবাইক। সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই উল্টে যায় বাসটি। ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে। আর তার পরেই শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুন ধরে যায় বাসটিতে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। আনন্দবাজার