Opu Hasnat

আজ ২৭ জুন বৃহস্পতিবার ২০১৯,

কিশোরগঞ্জের হোসেনপুরে অস্ত্র ও ইয়াবাসহ সস্ত্রীক কাউন্সিলর আটক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে অস্ত্র ও ইয়াবাসহ সস্ত্রীক কাউন্সিলর আটক

কিশোরগঞ্জের হোসেনপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম বাবুল ও তার স্ত্রী শেফালী আক্তারসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অপর ব্যক্তিরা হচ্ছেন হুমায়ুন (৪২) ও নাজমুল উসলাম (৩২)।

মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়। মাসুম বাবুলের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, তার স্ত্রী শেফালী আক্তারের কাছ থেকে ৩০ পিস, হুমায়ুনের কাছ থেতে ১৫ পিস ও নাজমুলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং একটি রামদা, একটি চাকু ও রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করে।

পুলিশের মিডিয়া সেল থেকে জানা যায়, হোসেনপুর থানার এসআই মঞ্জুদোহা, এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ, এএসআই ইসমাঈল হোসেনসহ সঙ্গীয় অফিসার ফোর্স মাদক, অস্ত্র উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটি করা কালে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং অস্ত্র আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এই বিভাগের অন্যান্য খবর