Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

নানা আয়োজনে পাবনায় পালিত হলো মহান মে দিবস পাবনা

নানা আয়োজনে পাবনায় পালিত হলো মহান মে দিবস

আর কে আকাশ, পাবনা : নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হলো মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা, জেলা শ্রমিক দল, মোটর শ্রমিক ইউনিয়ন, হকারর্স লীগ, জনতা ব্যাংক কর্মচারি ইউনিয়ন, রাজশাহী ব্যাংক কর্মচারি ইউনিয়ন, গণশিল্পী সংস্থা, লেখক শিবির পাবনা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। 

জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা দিবসটি উপলক্ষে সকালে জাতির জনকের প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথার পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেস্টা আ.স.ম. আব্দুর রহিম পাকন, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহ্মেদ, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার সাহা, ফিরোজ হোসেন ফারুক, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ শেখ, ক্রীড়া সম্পাদক সেলিম শেখ, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, শ্রমিক কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, কার্যকরী সদস্য আলতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. তৌফিক ইমাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল হোসেন, পাবনা জেলা আওয়ামী হকার্স লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ আলী, রিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, বিপ্লব চৌধুরী প্রমূখ। 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।