Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

নিরাপদ সড়ক চাই পাবনার আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা পাবনা

নিরাপদ সড়ক চাই পাবনার আয়োজনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আর কে আকাশ, পাবনা : নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনার আয়োজনে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পাবনা পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

পিটিআই পাবনার সুপারিনটেনডেন্ট অঞ্জনা সরকারের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েলের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অব.) একেএম মির্জা শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মির্জা মো. আব্দুল্লাহ, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম. আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পিটিআই পাবনার সহকারি সুপার সুভাস কুমার বিশ্বাস, যমুনা টিভির পাবনা প্রতিনিধি ছিফাত রহমান সনম, নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান রাসেল প্রমূখ। 

এসময় নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌফিক আহসান টিটু, কার্যকরী সদস্য সৈয়দ একরামুল হক বুলবুল, নিসচা পাবনা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান খোকন, আ. মান্নান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এএম শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনাইন বিপ্লব, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মিলন মাহমুদ, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আর কে আকাশ, এস.এম. আলাউদ্দিন, স্বাধীন মজুমদার, সদস্য মোকাব্বর হোসেন, সাইদুর রহমান, আ. আওয়াল, মোস্তফা কাউসার, মাজেদুল ইসলাম লিটনসহ বিভিন্ন ইউনেটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) মহাসচিব আলহাজ এহসান-উল- হক কামাল।