Opu Hasnat

আজ ২৫ মার্চ সোমবার ২০১৯,

নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন খেলাধুলানড়াইল

নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন

নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে। রোববার (২৯ এপ্রিল) বিকালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুর হক চৌধুরী। 

এসময় গ্যালারী থেকে উপস্থিত দর্শক শত শত বেলুন উন্মুক্ত আকাশের ঠিকানায় উড়িয়ে দেয়। খেলা উদ্ধোধনের আগে সরকারী বালিকা বিদ্যালয়ের বালিকাদের মনোজ্ঞ শারীরিক কসরত ও নড়াইলের বাশগ্রামের লাঠিয়াল দলের লাঠি খেলা সকলের মন জয় করে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র সম্পাদক মোঃ হাসানুজ্জামান, ক্রীড়াবিদ সৈয়দ তরিকুল ইসলাম শান্ত প্রমুখ। 

জেলা প্রশাসক গোল্ডকাপ ২০১৮ এ ভারতের কলকাতার মোহামেডান স্পোটিং ক্লাব, ঢাকার ব্রাদার্স ক্লাব সহ মোট ১২ জেলা অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় স্বাগতিক নড়াইল জেলা দল ও গোপালগঞ্জ জেলার আবাহনী ক্রীড়া চক্রের মধ্যে। খেলায় নড়াইল জেলা ফুটবল দল ৪-১ গোলে গোপালগঞ্জ জেলার আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে খেলার শুভ সূচনা করে। নড়াইল জেলা দলের ১১নং জার্সিধারী আওরঙ্গকে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।