Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের রজত জয়ন্তী উৎসব পালিত স্বাস্থ্যসেবাকিশোরগঞ্জ

কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের রজত জয়ন্তী উৎসব পালিত

বাংলাদেশের বেসরকারী মেডিকেল কলেজের মধ্যে অন্যতম বৃহত্তম মেডিকেল কলেজ হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। যা কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত।
 
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে “প্রাণের উৎসব প্রিয় অঙ্গনে” শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশ ও দেশের বাইরে সাবেক ও বর্তমান মিলিয়ে দুই হাজারেরও বেশি চিকিৎসক ও শিক্ষার্থী পালন করল রজত জয়ন্তী উৎসব। 

এ উৎসবের উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মাহমুদুল অজিজ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান, হাসপাতারের পরিচালক বাহার উদ্দিন ভূঞাঁ, নাভানা ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিক।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজটি দেশের উপজেলা পর্যায়ে স্থাপিত দেশের প্রথম বেসরকারী মেডিকেল কলেজ। বর্তমানে ৫০০ শয্যাবিশিষ্ট এ কলেজে ছয়শত শির্ক্ষাথী পড়ালেখা করছে। 

এই বিভাগের অন্যান্য খবর