Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

রুহিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মিডিয়াঠাকুরগাঁও

রুহিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

 মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রেসক্লাবের সভাপতি দৈনিক লোকায়ন পত্রিকা রুহিয়া থানা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের নতুন সদস‌্য ভর্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

এ সময় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক উত্তরবঙ্গের থানা প্রতিনিধি সহকারি অধ‌্যাপক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক দৈনিক ভোরের দর্পণের থানা প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস‌্য দৈনিক ঘোষনার থানা প্রতিনিধি ডাঃ জোনাস রায়, রিপন সরকার,  যুব ও ক্রীড়া সম্পাদক দৈনিক আলোর জগৎ এর থানা প্রতিনিধি শফিকুল ইসলাম মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার প্রমুখ।

সভায় মকবুল হোসেন কে সভাপতি জাহাঙ্গীর আলম কে সাধারন সম্পাদক পুনঃনির্বাচিত করে ও দৈনিক আমার সংবাদের থানা প্রতিনিধি আব্দুল কাদের জিলানী কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস‌্য বিশিষ্ট রুহিয়া থানা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।  নব গঠিত কমিটির আইন বিষয়ক সম্পাদক একুশের কন্ঠের থানা প্রতিনিধি আল-ফয়সাল অনিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর থানা প্রতিনিধি আনোয়ার হোসেন, সমাজকল‌্যাণ সম্পাদক দৈনিক তিস্তা সংবাদের থানা প্রতিনিধি মোঃ দুলাল হক এছাড়াও সহিদুল ইসলাম, আপেল মাহমুদ ও সাদ্দাম হোসেন কে নির্বাহী সদস‌্য নিযুক্ত করা হয়।