Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মুন্সীগঞ্জে বন্ধুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা আরিফ নিহত মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে বন্ধুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা আরিফ নিহত

মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী বাবা আরিফ (৩০) পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল বিকালে মীরেশ্বর এলাকা থেকে পুলিশ আরিফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরিফের দেয়া তথ্যমতে, রাত আড়াইটার দিকে পুলিশ আরিফকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে জন্য সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে রওয়ানা করে। পথিমধ্যে চরহাদ্রাবাদ এলাকায় পৌছালে আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলিছুঁড়ে। এ সময় পুলিশের ২ জন এসআই আসলাম ও আব্দুস সালাম আহত হন। জবাবে পুলিশও পাল্টাগুলি চালায় । পালিয়ে যাওয়ার সময় আরিফ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পুলিশের ধাওয়া খেয়ে আরিফের সহযোগী সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল হতে পুলিশ ১ পিস্তল, ৮ রাউন্ডগুলি এবং ১ টি ধারালো দেশীয়  অস্ত্র উদ্ধার করে।  পরে আরিফকে রাত ৩ টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত আরিফের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, নারী কেলেঙ্কারী, মাদকসহ ১২টি মামলা রয়েছে । আরিফ পঞ্চসার ইউেিশখ নয়নের মিরেশ্বর গ্রামের জুলহাস বেপারীর ছেলে । 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ শীর্ষ মাদক ব্যবসায়ী । তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে বের হলে তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে । আরিফ তার সহযোগীদের গুলিতে নিহত হয় । আমাদের ২ জন্য পুলিশ সদস্য আহত হয়েছে । ঘটনাস্থল হতে ১ পিস্তল, ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয় । নিহত আরিফের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, নারী কেলেঙ্কারী, মাদকসহ ১২টি মামলা রয়েছে ।