Opu Hasnat

আজ ২২ অক্টোবর সোমবার ২০১৮,

মাদকের সাথে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে : পুলিশ সুপার ফরিদপুর

মাদকের সাথে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে : পুলিশ সুপার

মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে সাফ সাফ জানিয়ে দিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খানঁ। তিনি বলেন এতে যদি আমার পুলিশের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আমি এক বিন্দু কারপূর্ন করবো না। 

বুধবার বিকেলে ফরিদপুর রেল ষ্টেশন জামে মসজিদের সামনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ফরিদপুর কোতয়ালীর থানার আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।

এরআগে মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ পুলিশ সুপারের কাছে তাদের এলাকার মাদকসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।