Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

চুয়াডাঙ্গায় ৪ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৪ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় তালাচাবি ও বিভিন্ন ধরনের পিতলের মুর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য চার লক্ষ তের হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাষ্টমসএ জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এসব মালামাল উদ্ধার করা হয়।
          
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান,মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিতিত্বে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে  জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পাকা রাস্তার উপর থেকে ৪৯০ টি ভারতীয় তালাচাবি (হাইজাম টারজান ও ক্রাউন নেক্স) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।   
           
একই দিন সকাল সাড়ে ৮টার দিকে  দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেক পোষ্ট থেকে ৪৭ টি ভারতীয় বিভিন্ন প্রকার পিতলের মুর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের অনুমানিক মূল্য  চার লক্ষ তের হাজার পাঁচশত টাকা। আটককৃত তালাচাবি এবং মুর্তি দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।