Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

কুমিল্লায় খালেদা জিয়ার মামলার শুনানী কুমিল্লা

কুমিল্লায় খালেদা জিয়ার মামলার শুনানী

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রেল বোমা হামলায় ৮ জন যাত্রী হত্যা কাভার্ড ভ্যান পোড়ানের পৃথিক দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় জামিনের শুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এ শুনানী অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক বেগম জেসমিন আরা উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে ‘পরবর্তীতে আদেশ দেয়া হবে’ বলে জানান।

এর আগে চলতি মাসের ১০ তারিখ কুমিল্লার কুমিল্লার ৫নং আমলী আদালতের সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোস্তাইন বিল্লাল খালেদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা ১৬ এপ্রিল তার আইনজীবীরা  জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত ২৩ এপ্রিল শুনানীর দিন ধার্য্য করেন। সে অনুযায়ী আজ সোমবার দুই মামলার হুকুমের আসামী বেগম খালেদা জিয়ার জামিন শুনানী অনুষ্ঠিত হলো।

খালেদা জিয়ার পক্ষে শুনানীতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট কাইমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারী চৌদ্দগ্রামের হায়দারপুরে একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই বছরের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোলবোমা মেরে আগুন লাগিয়ে ৮ যাত্রী হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।