Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

সৈয়দা রুখসানা জামান শানু’র কবিতা ‘শুনুন সবে ইতিহাসের গোপন কথা ০১’ শিল্প ও সাহিত্য

সৈয়দা রুখসানা জামান শানু’র কবিতা ‘শুনুন সবে ইতিহাসের গোপন কথা ০১’

(কলাম লেখক মাহবুব কামালের সম্মানে)             

শুনুন শুনুন সর্বজনে
শুনুন দিয়া মন
জাত নিমের পাতা পড়ে
করিবেন বর্ণন।

আছে বর্ণন নিষ্ঠুরতা
হাজার সিপাহি-জনতা
আরো আছে দাম্ভিকতা
শয়তানের ক্ষমতা।

কত পন্য বেচা-কেনা
কত জীবন কথা
লিখতে গেলে হবেনা
শেষ আমার কবিতা।

কত সত্য আছে বর্ণন
সাহসের আয়োজন
জাত নিমের পাতা
পড়িলে বুঝিবেন তখন।

শুনুন শুনুন সর্বজনে
শুনুন দিয়া মন
শাসকরাজ পাকিস্তান
বাদ পড়ে নাই গুলিস্থান।

আরো আছে বর্ণন
হামার লীগের গুঞ্জন
জাত নিমের পাতা বলে
সাইনবোর্ডের ধর্ষণ। 

পুস্তকে ইতিহাসের কথা
পড়তে গেলে মাথা ব্যথা
সমস্বরে রং বদলায়
গিরগিটির ছাওয়া।

আরো আছে গোলক ধাঁধা
চিঁচিং ফাঁকের খেলা
সেই খেলাতে খেলছে হামার
দুই নয়নের খালা।

শুনুন শুনুন সর্বজনে
শুনুন দিয়া মন
জাত নিমের পাতা পড়ে
করিবেন বর্ণন।

চলবে----
         কপিরাইট@সৈয়দা রুখসানা জামান শানু
         লেখনির স্থান: বাংলা-বঙ্গ সাঁকো কার্যালয়, সৈয়দপুর
২১/০৪/২০১৮ খ্রী: ভোর ৪টা:শনিবার।