Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

রাজস্থালীতে আরাকান আর্মির এক সদস্য আটক রাঙ্গামাটি

রাজস্থালীতে আরাকান আর্মির এক সদস্য আটক

রাঙামাটির রাজস্থালী উপজেলার তাইতংপাড়া কলেজ গেট এলাকা থেকে অংন ইয়াং রাখাইন (২৫) নামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে তাকে আটক করা হয়।

রাজস্থালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে তাইতংপাড়া কলেজ গেট এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আরাকান আর্মির সদস্য অংন ইয়াং রাখাইনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি ঘোড়া, আরাকান আর্মির তিন সেট পোশাক, তিনটি ল্যাপটপ ও ৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।