Opu Hasnat

আজ ১৯ আগস্ট রবিবার ২০১৮,

শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা

শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা : পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান সুইট’র সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন, প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, আমিনুল হক টিপু, গোলাম রব্বানী টেগার, আ. গফুর, ফজলুল হক, আবু ওয়াদুদ বাবলা, ফারুক আহমেদ, ইলিয়াস আহমেদ হিমেল রানা, হাবিবুল ইসলাম, মাসুদ রানা, কাউন্সিলর শরিফুল ইসলাম মুন, ২০০০ ব্যাচের সম্বনয়ক জামিল আহমেদ, কমল শেখ টিটু, আশরাফ লিটন, মমিন। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর