Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০১৯,

কিশোরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নীলফামারী

কিশোরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজলায় সোনামণি আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জিকরুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল সভাপতি তাজুল ইসলাম ডালিম ও মহিলা 
কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু পড়াশুনা আর ভাল ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সু-শিক্ষা প্রদানে শিক্ষক-অভিভাবকসহ সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ পরিচালনার কর্ণধার। এলাকার শিক্ষার উন্নয়নে ও সৎ এবং মহৎ উদ্দেশে প্রতিষ্ঠিত সোনামণি আইডিয়াল স্কুল কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।