Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

দুর্গাপুরে বিজ্ঞান মেলা নেত্রকোনা

দুর্গাপুরে বিজ্ঞান মেলা

নেত্রকোনার দুর্গাপুরে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোগানে ঐতিহ্যবাহী রানীখং উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান, প্রযুক্তি ও বিজ্ঞান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে রানীখং উচ্চ বিদ্যালয় মাঠে বৃৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। উদ্বোধন শেষে রানীখং ধর্মপল্লীর পালপুরোহীত প্রিনসন মানখিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে আলোচনা করেন, ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক সিস্টার লিউবা, একেএম ইয়াহিয়া, বিজয়পুর ক্যাম্প ইনচার্জ প্রমুখ। 

বক্তারা বলেন, শিশুদের মেধা অন্বেষনে সরকার সারাদেশে নিরলস কাজ করছেন বিধায় আজকের এই বিজ্ঞান মেলাই তা প্রমান করে। পড়াশুনার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের মনযোগি হওয়ার আহবান জানানো হয়। মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে ০৫টি স্টলে প্রদর্শন করে।