Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চরভদ্রাসনে কাল বৈশাখীর তান্ডবে লন্ডভন্ড দুই গ্রামের বাড়ি ঘর ফরিদপুর

চরভদ্রাসনে কাল বৈশাখীর তান্ডবে লন্ডভন্ড দুই গ্রামের বাড়ি ঘর

ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালবৈশাখীর ছোবলে সদর ইউনিয়নের দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়ী ও সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকালে উক্ত এলাকা ঘুরে দেখা যায় গাছপালা উপড়ে পরার পাশাপাশি উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল। কেউ কেউ ব্যস্ত রয়েছে ঘরের উপর পরে থাকা গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নীচেই সারছেন রান্নার কাজ। রাস্তার উপর গাছপালা পরে থাকার কারনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  ইউপি  সদস্য আবুল কালাম মৃধা জানান, দুটি গ্রামে কমবেশী অনেকেই ক্ষতিগ্রস্থ হলেও তার মধ্যে কামারডাঙ্গী গ্রামের মৃত নিলকমলের পরিবার, অমৃত মন্ডল, রঞ্জিত মন্ডল, বিনয় কুমার মন্ডল, মনির খান, মঞ্জু মোল্যা, ইব্রাহিম মোল্যা, হরিপদ মন্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মন্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা এবং মাথা ভাঙ্গা গ্রামের অমল মন্ডল, সিদ্দিক খান মিজান মোল্যা, শামচু মৃধা, ইউনুস মোল্যা সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া  মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি শৌচাগার ভেঙ্গে গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি জানান ক্ষতিগ্রস্থদের দ্রুত নামের তালিকা তৈরী করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে তাদের সহায়তা প্রদান করা হবে।