Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

চিরিরবন্দরে ৩ গাঁজা সেবী আটক দিনাজপুর

চিরিরবন্দরে ৩ গাঁজা সেবী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে আটক তিন গাঁজা সেবীর মধ্যে দুইজনকে আদালতে প্রেরণ ও মানবিক কারনে একজনকে ছেড়ে দিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ। 

আটককৃতরা হলো বিন্যকুড়ী গ্রামের মৃত নূর ইসলামের পুত্র মমিনুল ইসলাম (৩৮), জোতরামধনপুর গ্রামের মৃত আব্দুস সবুর মাষ্টারের পুত্র মোসলেম আহম্মেদ (২৮) ও আটককের পর মানবিক কারনে ছেড়ে দেয়া অপরজন উত্তর সুকদেবপুর গ্রামের মৃত জসিম উদ্দীনের পুত্র গ্রাম পুলিশ মজিবর রহমান (২৮)। 

স্থানীয়রা জানান, ১৬ এপ্রিল সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার বিন্যাকুড়ী হাই স্কুলের পিছনে ওই তিন জন বসে গাঁজা সেবন করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশ তাদের আটক করে।। খবরটি তৎক্ষনাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ সুপারের নিদের্শে তাদেরকে থানায় নিয়ে আটকে রাখা হয়। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান আটক তিনজনের কাছে কোন মাদক পাওয়া যায়নি তবে তারা রাতের অন্ধকারে স্কুলের পিছনে বসে নাশকতা বা অন্য কোন পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক হয়। পরদিন মঙ্গলবার দু’জনকে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। তবে গ্রাম পুলিশ মজিবরকে মানবিক কারনে ছেড়ে দেয়া হয়েছে।