Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হতে চান ব্যারিষ্টার সরোয়ার পিরোজপুর

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হতে চান ব্যারিষ্টার সরোয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে ১ আসনে বিএনপির প্রার্থী হতে চান ব্যারিষ্টার সরোয়ার হোসেন। সোমবার রাত ৮ টায় পিরোজপুর প্রেসক্লাবের শহীদুল আলম নিরু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা অনুষ্ঠানিকভাবে বলেন। এসময় তিনি তার জীবনবৃত্তান্ত ও নির্বাচনী জনসংযোগের বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন । 

তিনি আরো বলেন দেশের চলমান এ অস্থিতিশীল পরিবেশের জন্য বর্তমান সরকার দায়ী । আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহন মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয় লাভ করবে। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে  মামলায় আটক করে জেলে প্রেরনের জন্য সরকারের সমালোচনা করেন। আগামী নির্বাচনে তিনি পিরোজপুর ১ আসনে বিএনপি প্রার্থী হলে জয়ের বিষয়ে আশাবাদী । 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার সহধর্মীনী সোনিয়া শেখ, ছাত্রদল নেতা রুবেল শেখ, রাহাত নূর পরাগ সহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় তিনি অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক তার দলীয় কার্যক্রমে কখনোই সহযোগীতা করেন না। পিরোজপুর বিএনপির দক্ষ নেতৃত্বের অভাবে পথভ্রষ্ট পথিকের মতই চলছে ।