Opu Hasnat

আজ ১৬ অক্টোবর মঙ্গলবার ২০১৮,

কৈ-মাছ গলায় আটকে ৪ বছরের শিশুর যন্ত্রনাদায়ক মৃত্যু মুন্সিগঞ্জ

কৈ-মাছ গলায় আটকে ৪ বছরের শিশুর যন্ত্রনাদায়ক মৃত্যু

জীবন্ত বড় আকৃতির একটি-কৈ-মাছ গলায় আটকে সোহান বেপারী নামে (৪) বছরের  এক শিশুর যন্ত্রনাদায়ক করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রতন বেপারী তার ছেলে সোহানসহ স্ব-পরিবার উপজেলার সিংপাড়া গ্রামে শশুর বাড়ী বেড়াতে যান। শখের বসবতি হয়ে সোহানের নানা ইদুফকির তার নাতীকে খাওয়ানোর জন্য বাজার থেকে কৈ মাছ কিনে আনেন। ঘরের মানুষের অজান্তে কৈ মাছ গুলোর সাথে খেলা করতে গিয়ে একটি মাছ মুখে ভেতর ডুকিয়ে ফেলে শিশু সোহান। মাছটি জীবিত থাকায় নরাচরা করতে করতে আচমকা গলার ভিতরে চলে যায়। পরে সিয়ামের আত্বচিৎকারে ঘরের মানুষ এগিয়ে আসলে দেখতে পান তার গলার ভেতর কৈ মাছ আটকে আছে এবং শিশু সোহানের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। এ দৃশ্য দেখে সাথে সাথে সোহানকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

এ প্রসঙ্গে জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দুলাল হোসেন জানান, জীবন্ত কৈ মাছ নিয়ে খেলা করার এক পর্যায়ে শিশু সোহানের মুখে ঢুকে কাটা শুদ্ধ গলায় আটকে যায়। পরে কর্তব্যরত ডাক্তার দুলাল হোসেন শিশুকে মৃত ঘোষনা করেন। 

শিশু সোহানের মৃত্যুতে সিংপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের অন্যান্য খবর