Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

চট্টগ্রামে দুর্নীতির মামলায় বন্দরের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্নীতির মামলায় বন্দরের হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন থেকেই তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন মালামাল ক্রয়ে দুর্নীতির অভিযোগে বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে আটক করা হয়েছে। এর আগে ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে এভিয়ার এবং কার্গো চার্জার ক্রয়ে দুর্নীতির অভিযোগে বন্দর থানায় দুইটি দুর্নীতির মামলা হয়েছিলো। এই দুইটি মামলায় তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।