Opu Hasnat

আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার ২০১৮,

চট্টগ্রাম নগরীতে এক যুবকের আত্মহত্যা চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে এক যুবকের আত্মহত্যা

নগরীর ডবলমুরিং থানা এলাকায় মো. ইউসুফ (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ধনিয়ালাপাড়ার কবির সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বায়েজিদ থানার মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্রের পাশে ঝর্নায় গলায় গামচা পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে।

ডবলমুরিং থানার ওসি মো. জহির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।