Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

নড়াইলে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন নড়াইল

নড়াইলে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন

নড়াইলে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এ মতিন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, রওশন আরা কবির লিলি, আঞ্জুমান আরা,  সীমানা পুনঃনির্ধারণ সংগ্রাম কমিটির আহবায়ক হাফিজ খান মিলন, সদস্য সচিব সৈয়দ শরিফুল ইসলাম নান্তু প্রমুখ। 

বক্তারা বলেন, নড়াইল সদর উপজেলার কিছু অংশ নড়াইল-১ আসনে এবং কিছু অংশ নড়াইল-২ আসনের মধ্যে রয়েছে। এ কারণে সীমানা পুনঃনির্ধারণ করা প্রয়োজন। এ ব্যাপারে আগামি ২৩ এপ্রিল নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। আশা করি আমাদের যৌক্তিক কারণগুলো বিবেচনায় রেখে সংসদীয় আসন ৯৩ (নড়াইল-১) ও ৯৪ (নড়াইল-২) সীমানা পুনঃনির্ধারণ করা হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।