Opu Hasnat

আজ ২০ জানুয়ারী রবিবার ২০১৯,

ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের শিক্ষা উপহার বিতরন ফরিদপুর

ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের শিক্ষা উপহার বিতরন

পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শিক্ষা উপহার হিসেবে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।  

সোমবার বিকেলে ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সম্মেলন কক্ষে চারশত সাতজন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই উপহার তুলে দেন ইসলামী ব্যাংকের খুলনা জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ মাকসুদুর রহমান। 

ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার এসএভিপি ও শাখা প্রদান মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, সরকারী রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক নুরুল কাদের পারভেজ, ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার এসপিও ও ম্যানেজার অপারেশন্স মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।  

উল্লেখ্য, ইসলামী ব্যাংক ২০১১ সাল থেকে দেশের তাদের ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার হিসেবে ব্যাগ, জ্যামিতি বক্স, পেন্সিল, খাতা, টিফিন বক্স, কলম ও ক্যালকুলেটর বিতরন করে আসছে।